ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নারী বিশ্বকাপ দলের ৩ জন করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২২
নারী বিশ্বকাপ দলের ৩ জন করোনায় আক্রান্ত

নারী ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাওয়া বাংলাদেশ দলের ৩জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা শুরুর আগে করা শেষ করোনা পরীক্ষায় এই দুঃসংবাদ পায় বাংলাদেশ।

এ তিনজনের মধ্যে একজন ক্রিকেটার ও দুজন সাপোর্টস্টাফ। ফলে তাদের ছাড়াই বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) বেলা একটায় নিউজিল্যান্ডের উদ্দেশে বিশ্বকাপগামী বিমান ধরবে নারী দলের বাকি সদস্যরা।

জানা যায়, আগামী ৮ দিন বিসিবি একাডেমি ভবনে আইসোলেশনে থাকবেন সেই ৩জন। এরপর নেগেটিভ হলে নিউজিল্যান্ড যেতে পারবেন তারা।

প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। যেখানে আগামী ৪ মার্চ শুরু হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লগড়ে। ১৪ মার্চ পাকিস্তান, ১৮ মার্চ ওয়েস্ট ইন্ডিজ, ২২ মার্চ ভারত, ২৫ মার্চ অস্ট্রেলিয়া ও ২৭ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মোসাম্মত রিতু মণি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিম।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।