ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

'মাস্ট উইন' ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
'মাস্ট উইন' ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা ছবি: শোয়েব মিথুন

বিপিএলের প্লে অফে উঠার লড়াইয়ে টিকে থাকতে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবার সুযোগ নেই মিনিস্টার গ্রুপ ঢাকার সামনে। সেই লক্ষ্যে ফরচুন বরিশালের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে মাহমুদউল্লাহবাহিনী।

অষ্টম বিপিএলের ২৮তম ম্যাচে শুক্রবার মিরপুর শের-ই-বাংলায় বরিশালের মুখোমুখি হয়েছে ঢাকা।  

আগেই প্লে অফ নিশ্চিত করে ফেলেছে ৯ ম্যাচে ১৩ পয়েন্ট পাওয়া বরিশাল। অন্যদিকে সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিনে আছে ঢাকা। এই ম্যাচ জিতলে ঢাকার প্লে অফে খেলা নিশ্চিত হয়ে যাবে।

এই ম্যাচে দুটি পরিবর্তন এনেছে ঢাকা। ইমরানুজ্জামান ও আরাফাত সানির জায়গায় এসেছেন নাঈম শেখ ও শফিউল ইসলাম। তবে বরিশাল অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে।

মিনিস্টার গ্রুপ ঢাকার একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, জহুরুল ইসলাম (উইকেটরক্ষক), শুভাগত হোম চৌধুরী, রুবেল হোসেন, শফিউল ইসলাম, শামসুর রহমান শুভ, আজমতুল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকী, কাইস আহমেদ।

ফরচুন বরিশালের একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, ডোয়াইন ব্র্যাভো, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মুজিব-উর-রহমান, মেহেদী হাসান রানা, শফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।