ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে জিম্বাবুয়ে

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ডে দিনের প্রথম খেলায় আজ (২ নভেম্বর) মাঠে নেমেছে জিম্বাবুয়ে। প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

অ্যাডিলেড ওভালের এ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। তবে ব্যাট হাতে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পরেছে জিম্বাবুয়ে।

শুরুতেই দলের ওপেনার ওয়েসলি মাধেভেরেকে ফেরান ফন মিকেরেন। তার বলে বোল্ড হওয়ার আগে ৫ বলে ১ রান করেছিলেন মাধেভেরে। ১২ বলে ৩ রান করে ব্রান্ডন গ্লোভারের শিকার হয়ে ফিরে যান আরেক ওপেনার ক্যারিগ এরভিন। এরপর চাকাভাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন গ্লোভার। ২০ রানে তিন উইকে হারিয়ে চাপে পরা জিম্বাবুয়েকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করছেন শন উইলিয়মস এবং সিকান্দার রাজা। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেটের বিনিময়ে ১১ ওভার শেষে ৬১ রান। উইলিয়ামস ২৭ এবং রাজা ১৬ রানে অপরাজিত আছেন।

আজকের এ ম্যাচে জিম্বাবুয়ে জয় পেলে শেষ ম্যাচ অবধি টিকে থাকবে সেমিফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে। আর নেদারল্যান্ডস জয় পেলে দুই দলই বাদ পরে যাবে বিশ্বকাপ আসর থেকে।

জিম্বাবুয়ে একাদশ
ওয়েসলি মাধভেরে, ক্রেইগ আরভিন (অধিনায়ক), মিল্টন সুম্বা, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), রায়ান বার্ল, টেনডাই চাতারা, লুক জঙ্গউই, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।

নেদারল্যান্ডস একাদশ
স্টিফেন মাইবুর্গ, ম্যাক্স ও’দাউদ, বাস ডি লিডি, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), রোয়েলফ ফন ডার মারউই, লোগান ফন বিক, ফ্রেড ক্লাসেন, পল ফন মিকেরেন, ব্রেন্ডন গ্লোভার।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।