ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সূর্যর পর ফিরে গেলেন পান্ডিয়াও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
সূর্যর পর ফিরে গেলেন পান্ডিয়াও

চারে ব্যাট করতে নেমে ঝড়ো ইনিংস খেলতে থাকে সূর্যকুমার যাদব। তবে সাকিব তা বেশিক্ষণ টানতে দেননি।

দারুণ এক স্পিনে বোল্ড করেন তাকে। ১৬ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন ভারতীয় এই ব্যাটার।

এরপর কোহলিকে সঙ্গ দিতে ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। তবে থিতু হতে পারেননি তিনি। ষষ্ঠদশ ওভারে বল করতে এসেই তাকে বিদায় করেন হাসান মাহমুদ। পান্ডিয়া ফেরেন ১ রান করেই।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৪০ রান।

এর আগে অ্যাডিলেইড ওভালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ওভারে তাসকিন আহমেদকে বোলিংয়ে নিয়ে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। আগের ‍ম্যাচগুলোর মতো এই ম্যাচেও দারুণ শুরু এনে দেন তাসকিন, প্রথম ওভারে এক রান দেন তিনি।  

এরপর দ্বিতীয় ওভারে এসে শরিফুল ইসলাম হজম করেন একটি ছক্কা। তৃতীয় ওভারে এসে প্রথম তিন বল ডট করেন তাসকিন, এরপর চতুর্থ বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দাঁড়ানো হাসান মাহমুদের হাতে ক্যাচ দেন রোহিত শর্মা। সহজ ক্যাচ ছেড়ে দেন হাসান।  

পরের ওভারে তাকেই বোলিংয়ে নিয়ে আসেন সাকিব। দ্বিতীয় বলে রোহিত শর্মা ক্যাচ দিয়ে ফেরেন ইয়াসির আলির হাতে। ৮ বলে ২ রান করেন তিনি। আরেক ওপেনার লোকেশ রাহুল খেলতে থাকেন ঝড়ো ইনিংস। তবে তাকে দ্রুতই ফিরিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। তার বল শর্ট ফাইন লেগের উপর দিয়ে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন রাহুল। কিন্তু এই ব্যাটার ক্যাচ দিয়েছেন মোস্তাফিজুর রহমানের হাতে। এর আগে ৩২ বলে ৫০ রান করেন রাহুল।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।