ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পিএসএলের সর্বোচ্চ ক্যাটাগরিতে সাকিব, আছেন তামিম-লিটনও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২২
পিএসএলের সর্বোচ্চ ক্যাটাগরিতে সাকিব, আছেন তামিম-লিটনও

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসর মাঠে গড়াচ্ছে ৯ ফেব্রুয়ারি। এবারের আসরের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের সাত ক্রিকেটারদের।

যেখানে সাকিব আল হাসানের পাশাপাশি রয়েছেন লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবালও।

শনিবার পিএসএলের অষ্টম আসরকে সামনে রেখে প্লেয়ার্স ড্রাফটে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ড্রাফটের প্রাথমিক তালিকায় ২১৪ জন বিদেশি ক্রিকেটারের তালিকে প্রকাশ করেছে তারা।  

সেই তালিকায় সাকিব আল হাসান, তামিম ইকবালসহ স্থান পেয়েছেন সাতজন বাংলাদেশি ক্রিকেটার। যেখানে সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে ৮ বিদেশি ক্রিকেটারের মধ্যে বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে রয়েছেন টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।  

এছাড়া ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মেহেদি হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া গোল্ড ক্যাটাগরিতে রয়েছেন তারকা ব্যাটার লিটন দাস ও পেসার এবাদত হোসেন।

২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে পিএসএলের অষ্টম আসরে। ১৯ মার্চ ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে আসরটি। এর আগে আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট। সেখান থেকে নিজেদের পছন্দ মতো ক্রিকেটার নিয়ে দল সাজাবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।