ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবের আউট মেনে নেওয়ার মতো না : এবাদত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
সাকিবের আউট মেনে নেওয়ার মতো না : এবাদত

বিতর্ক যেন বাংলাদেশের ম্যাচ এলেই জুড়ে বসছে ভালোভাবে। আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের শিকার বারবার হতে হচ্ছে বাংলাদেশকে ভারতের বিপক্ষে বিরাট কোহলি ‘ফেক ফিল্ডিং’ করলেও নিয়ম অনুযায়ী পাঁচ রান দেওয়া হয়নি বাংলাদেশকে।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও ঘটেছে একই রকম ঘটনা।  

সাকিব আল হাসানকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। সঙ্গে সঙ্গে রিভিউও নেন বাংলাদেশ অধিনায়ক। রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, সাকিবের ব্যাটে বল লেগেছিল। কিন্তু থার্ড আম্পায়ার সাকিবকে আউট দেন। তার এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না পেসার এবাদত হোসেন।  

ম্যাচশেষে ব্রডকাস্টিং একটি চ্যানেলকে তিনি বলেছেন, ‘দেখেন, এরকম একটা আউট মেনে নেওয়ার মতো না। শেষ ম্যাচেও ভুল সিদ্ধান্ত হয়েছে, অনেকগুলো সিদ্ধান্তই আমাদের বিপক্ষে গেছে। এমন সিদ্ধান্ত যদি প্রতি ম্যাচে হয় তাহলে আমাদের মতো দলের ফিরে আসা কঠিন। সাকিব ভাই আমাদের অন্যতম অভিজ্ঞ ক্যাম্পেইনার উনার আউট এমন হলে আমাদের জন্য বড় ক্ষতি। ’ 

সাকিবের উইকেটই কি বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের কারণ? এবাদত মনে করছেন তেমনই।  ১ উইকেটে ৭৩ রান তুলে ফেলার পর ৮ উইকেট হারিয়ে ১২৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। এবাদতের বিশ্বাস, সাকিবের আউট না হলে হতো না এমন।

তিনি বলেছেন, ‘সাকিব ভাই যদি উইকেটে থাকতো, তাহলে আমাদেরও বাকি উইকেটগুলো পড়তো না। উনার উইকেট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। উনার উইকেটের পরই কিন্তু আরও দুইটা উইকেট পড়ে গেছে। উনি যদি উইকেটে থাকতো, সিদ্ধান্তটা আমাদের পক্ষে আসলে তো বাকি উইকেটগুলো পড়তো না। ’

প্রতিনিয়ত এমন সিদ্ধান্ত দলে মনোবলে প্রভাব ফেলে কি না এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘স্বাভাবিক না? দেখেন আম্পায়ার দেখেও দেখতেছে না। দেখেও ভুল করছে। এগুলো তো আমাদের বিপক্ষে যাচ্ছে সবকিছু। সব সিদ্ধান্ত আপনাকে মেনে নিতে হবে। ’

বাংলাদেশ সময় : ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।