ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইসিসির অক্টোবর মাসের সেরা কোহলি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২২
আইসিসির অক্টোবর মাসের সেরা কোহলি

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও যার দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল, সেই বিরাট কোহলি এবার আসর মাতাচ্ছেন। এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক এই ভারতীয় ব্যাটার।

এবার আইসিসির স্বীকৃতিও মিললো। গত অক্টোবর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

কোহলির পাশাপাশি সেরা তিন জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। কিন্তু শেষ পর্যন্ত বিজয়ীর হাসি হাসলেন কোহলিই। আজ আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গত মাসের সেরা পুরুষ ক্রিকেটার হিসেবে কোহলির নাম ঘোষণা করা হয়েছে।  

৩৩ বছর বয়সী কোহলি অক্টোবরে মাত্র চার ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন। এর মধ্যে তিনটিতেই ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন তিনি। এবারের বিশ্বকাপেই তার অপরাজিত ৮২ রানের ইনিংসে ভর করে পাকিস্তানকে হারিয়েছে ভারত।  

সুপার টুয়েলভের ম্যাচে পাকিস্তানের ছুড়ে দেওয়া ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৩৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। সেখানে থেকে ৫৩ বলে ৮২* রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন কোহলি। এমনকি ম্যাচ শেষে কোহলি নিজেই ওই ইনিংসটিকে ক্যারিয়ারের সেরা বলে অভিহিত করেন।

পাকিস্তানের বিপক্ষে ওই ইনিংস ছাড়াও অক্টোবরের শুরুতে গোয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৮ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলেছেন কোহলি। এ বিশ্বকাপেই পাকিস্তান ম্যাচের পর নেদারল্যান্ডসের বিপক্ষেও ৪৪ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে।  

ভারতকে এবারের বিশ্বকাপের সেমিফাইনালে তোলার পেছনে কোহলির বড় ভূমিকা রয়েছে। আগামী ১০ নভেম্বর আসরের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচে আরও একবার কোহলি-জাদু দেখতে চাইবে ভারতীয় দলের সমর্থকরা।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।