ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সংসদ নির্বাচনে জনগণ উন্নয়নের প্রতীক নৌকায় রায় দেবে: বাবর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৯, নভেম্বর ১৫, ২০২৩
সংসদ নির্বাচনে জনগণ উন্নয়নের প্রতীক নৌকায় রায় দেবে: বাবর ...

চট্টগ্রাম: আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ উন্নয়নের প্রতীক নৌকায় গণরায় দেবে বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।  

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে নন্দনকানন থেকে আনন্দ মিছিল নিয়ে নগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

 

হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে সংবিধান সমুন্নত রাখতে যথাসময়ে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাও দেশ এগিয়ে যাওয়ার অনন্য দৃষ্টান্ত। শক্তিশালী নির্বাচন কমিশন আছে বলেই এটি সম্ভব হয়েছে।

তাই আমরা এই ঘোষিত তফসিলকে স্বাগত জানাই এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।  

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকের দিনে দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বলেই সবকিছু মসৃণ গতিতে এগিয়ে যাচ্ছে। তাই জনগণের আস্থা শেখ হাসিনা সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রতীক নৌকায়। আগামী ২৪ জানুয়ারির নির্বাচনে শেখ হাসিনা সরকারই নিরংকুশ বিজয় লাভ করবে।

আনন্দ মিছিল শেষে নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চট্টগ্রামে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধু টানেল, মেয়র মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চট্টগ্রাম থেকে কক্সবাজার রেললাইনসহ চট্টগ্রামের সর্বত্র উন্নয়ন করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আগামী নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসন চট্টগ্রামবাসী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেবে।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী, সেলিম উদ্দিন জয়, নুরুল আজিম রনি, মোরশেদুল  আলম, মো. দেলোয়ার, হোসাইন আহমেদ রুবেল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, সহ-সভাপতি মনিরুল ইসলাম, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দীন মামুন, শেখ তৌহিদ আরদিন, জুবায়ের আলম আশিক, শুভ দত্ত, মো. রুবেল, ইসমাইল সাকিব, ইয়াসির আরাফাত রিকু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।