ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জাতীয় পতাকার ওপরে গেরুয়া পতাকা: চট্টগ্রামে ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
জাতীয় পতাকার ওপরে গেরুয়া পতাকা: চট্টগ্রামে ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার নিউ মার্কেট মোড়ে ‘স্বাধীনতা স্তম্ভে’ জাতীয় পতাকার অবমাননার অভিযোগে ‘ইসকন’র চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। এর মধ্যে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) রাতে নগরের কোতোয়ালী থানায় চান্দগাঁও মোহরা এলাকার বাসিন্দা ফিরোজ খান বাদী হয়ে এই মামলা করেন।

চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর পাশাপাশি মামলার অন্য আসামিরা হলেন অজয় দত্ত (৩৪), লীলা রাজ দাশ ব্রহ্মচারী (৪৮), গোপাল দাশ টিপু (৩৮), কথক দাশ (৪০), প্রকৌশলী অমিত ধর (৩৮), রনি দাশ (৩৮), রাজীব দাশ (৩২), কৃষ্ণ কুমার দত্ত (৫২), জিকু চৌধুরী (৪০), নিউটন দে (৩৮), তুষার চক্রবর্তী (২৮), মিথুন দে (৩৫), রুপন ধর (৩৫), রিমন দত্ত (২৮), সুকান্ত দাশ (২৮), বিশ্বজিৎ গুপ্ত (৪২), রাজেশ চৌধুরী (২৮) ও হৃদয় দাস (২৫)।

এদের মধ্যে রাজেশ ও হৃদয়কে বুধবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, নগরের নিউ মার্কেট মোড়ের জিরো পয়েন্টে স্বাধীনতা স্তম্ভের ওপর ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতা’ গত ৫ আগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার পর একটি জাতীয় পতাকা উত্তোলন করে। গত ২৫ অক্টোবর ‘বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ’র উদ্যোগে লালদিঘীর মাঠে একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হয়৷ সেই মহাসমাবেশকে কেন্দ্র করে হাজার হাজার লোক চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা থেকে কর্মসূচি শুরু হওয়ার আগেই সমাবেশস্থলে জড়ো হতে থাকে। একই দিনে এজাহারনামীয় চন্দন কুমার ধরসহ নয়জন আসামির ইন্ধনে বাকি আসামিরা নিউমার্কেট মোড়ে জিরো পয়েন্টে স্তম্ভ ও আশপাশে সুপরিকল্পিতভাবে দেশের সার্বভৌমত্বকে অবজ্ঞা প্রদর্শনের হীন উদ্দেশ্যে, দেশের অখণ্ডতাকে অস্বীকার করার মানসে এবং দেশমাতৃকার সার্বভৌমত্বের প্রতীক স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার প্রতি অসম্মান প্রদর্শন পূর্বক অবমাননা করেন। বাংলাদেশের জাতীয় পতাকার ওপর ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে সেখানে স্থাপন করে দেন তারা।  

এই ঘটনা একটি স্বাধীন ‘রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকারের শামিল’ বলে উল্লেখ করে এজাহারে আরও বলা হয়, আসামিরা জাতীয় পতাকার ওপর তাদের ধর্মীয় পতাকা উত্তোলন করে দেশের ভেতর অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অকার্যকর করার তথা রাষ্ট্রদ্রোহের কাজে লিপ্ত হয়েছেন। যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সাধারণ নাগরিকদের মধ্যে শ্রেণী বিদ্বেষের জন্ম হয়েছে এবং ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী জানান, বুধবার রাতে ‘স্বাধীনতার স্তম্ভে’ টাঙানো জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের দুজনকে শনাক্ত করে বুধবার সন্ধ্যায় নগরের সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।