ঢাকা, শুক্রবার, ২৪ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

হালদা থেকে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের অভিযান 

উপজেলা করেসপনডেন্ট, ফটিকছড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৫, অক্টোবর ৯, ২০২৫
হালদা থেকে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের অভিযান 

চট্টগ্রাম: ফটিকছড়িতে হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের সিংহরিয়া এবং নারায়নহাট ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রায় সাত হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম।

এ সময় সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা, আনসার সদস্য, গ্রাম পুলিশ এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ অভিযানে সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম বলেন, হালদা নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। এ নদী থেকে অবৈধ বালু উত্তোলন নদীর জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। নদী রক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।