চট্টগ্রাম: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী নতুন প্রজন্মের প্রতি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার (৩০ নভেম্বর) রাউজানের ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক সভায় তিনি এ আহ্বান জানান।
দানবীর, সমাজসেবক, শিক্ষানুরাগী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সৈয়দ আবদুল অদুদ চৌধুরী আল কাদেরীর ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মৃত্যুবার্ষিকী আয়োজক পরিষদের আহ্বায়ক সাবেক চেয়ারম্যান নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রুপালী ব্যাংক লিমিটেডের সাবেক ডিজিএম ফরিদুল আলম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, আবদুল অদুদ চৌধুরী শুধু নিজ এলাকায় নয় বিভিন্ন এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠায় আর্থিকভাবে সাহায্য করেছেন। তাঁর নিরব দানে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ দেশ, সমাজ ও মানবতার কল্যাণে ভূমিকা রাখছে। তাঁর এই মহৎ আদর্শ ধারণ করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
এসি/টিসি