ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৪, ডিসেম্বর ৯, ২০২৪
ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু  ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে উপজেলা ভূমি অফিসের ভবন থেকে পড়ে আবুল কালাম (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ওই শ্রমিক ভবনের ২য় তলায় বর্ধিত বারান্দার ছাদে ওয়েল্ডিং করার সময় নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে তাকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন।  

চমেক হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হলে আবুল কালামকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন বলে জানিয়েছেন খাজা স্টীল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী মো. আলী মিয়া লাকু।

নিহত আবুল কালাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী হাজীর পুল এলাকার বাসিন্দা। তিনি পৌর সদরের খাজা স্টীল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মচারী ছিলেন।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।