ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৭০০ লিটার মদসহ বিক্রেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৮, ডিসেম্বর ২২, ২০২৪
৭০০ লিটার মদসহ বিক্রেতা গ্রেপ্তার ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে ৭০০ লিটার চোলাই মদসহ রিমন দাস (২৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।  

শনিবার (২১ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার সারোয়াতলী উত্তর কঞ্জুরী গ্রামের পুকুর পাড়ে অভিযান পরিচালনা করে থানা পুলিশ।

 

এসময় উত্তর কঞ্জুরী গ্রামের হরিপদ মেম্বার বাড়ির শ্যামল দাসের ছেলে রিমনকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা ভর্তি ৭০০ লিটার দেশিয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি রিমনকে রোববার (২২ ডিসেম্বর) আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।