ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রণাঙ্গনে সাংবাদিকের ক্যামেরা অবিস্মরণীয় ভূমিকা রেখেছে: ফজলুল হক 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪১, ডিসেম্বর ২৬, ২০২৪
রণাঙ্গনে সাংবাদিকের ক্যামেরা অবিস্মরণীয় ভূমিকা রেখেছে: ফজলুল হক  ...

চট্টগ্রাম: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, মুক্তিযুদ্ধকালীন হাটহাজারী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক বলেছেন, শোষিত-বঞ্চিত গণমানুষের  অধিকার ও ন্যায়ভিত্তিক শাসন নিশ্চিত করার স্বপ্ন ধারণ করে ছাত্র জীবনেই আমাদের রক্তে দ্রোহের আগুন সৃষ্টি হয়।  

‘জীবন ক্ষয় হয়ে যাবে, রক্তস্নাত হবে, তবুও ক্ষান্ত ছিলাম না।

স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের বিজয়ে রণাঙ্গনে জীবনবাজি রেখে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম। সেদিন মহান মুক্তিযুদ্ধের হাতিয়ারের পাশাপাশি সাংবাদিক সহকর্মীদের ক্যামেরা অবিস্মরণীয় ভূমিকা রেখেছে।
এই ক্যামেরার চিত্র বিশ্ব বিবেককে নাড়া দিয়েছিল। তাই সাংবাদিক সহকর্মীরাও মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ’।  

মহান বিজয় দিবস উপলক্ষে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রাম আয়োজিত গল্পে গল্পে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একাত্তরে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠনের জন্য। সেই চেতনা ও স্বপ্ন শক্তি নিয়েই দেশের ছাত্র-জনতা জুলাই-আগস্টে বৈষম্যহীন দেশ ও সমাজ প্রতিষ্ঠার বিপ্লব সাধন করেছে। তারই ধারাবাহিকতায় আমাদের প্রত্যেকের অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণের জন্য কাজ করতে হবে।  

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর নুর আহমদ সড়কে অবস্থিত টিসিজেএ মিলনায়তনে টিসিজেএ সংগঠনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী।

সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন টিসিজেএ’র সাবেক সভাপতি এনামুল হক, সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু।

উপস্থিত ছিলেন ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম রাশেদ, সাবেক সাধারণ সম্পাদক এম ইলিয়াছ আলী, আহসান হাবীব মাসুম, টিসিজেএ’র অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসু দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য মো. নুর হাসিব ইফরাজ ও মো. সাইফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।