ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেপ্তার ১৩ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪২, জানুয়ারি ২১, ২০২৫
কর্ণফুলীতে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেপ্তার ১৩ 

চট্টগ্রাম: কর্ণফুলীতে জুয়ার আসর থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, একটি বসতঘরে জুয়ার আয়োজন চলছিল। অভিযানের সময় হাতেনাতে ধরা পড়ে ১৩ জন।

গ্রেপ্তাররা অধিকাংশই ইটভাটার শ্রমিক। তাদের  বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।