ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মানসম্পন্ন নির্মাণে গুরুত্ব ফিনলে প্রপার্টিজের, রয়েছে বিক্রয়োত্তর সেবা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
মানসম্পন্ন নির্মাণে গুরুত্ব ফিনলে প্রপার্টিজের, রয়েছে বিক্রয়োত্তর সেবা

চট্টগ্রাম: আধুনিক নির্মাণশৈলী ও গুণগত নির্মাণ সামগ্রীর ব্যবহারে স্থাপনা নির্মাণে সুনাম রয়েছে ফিনলে প্রপার্টিজের। তাই দামের চেয়ে নির্মাণ সামগ্রীর মানের প্রতি নজর প্রতিষ্ঠানটি।

ফলে অনেক ক্ষেত্রে ফ্ল্যাট নির্মাণে বেড়েছে খরচ।

রিহ্যাব আয়োজিত ৪ দিনব্যাপী আবাসন মেলায় বিভিন্ন প্রকল্প নিয়ে হাজির হয়েছে প্রতিষ্ঠানটি।

যেখানে গ্রাহক চাইলেই সহজে বুকিং দিতে পারবেন পছন্দ অনুযায়ী ফ্ল্যাট।

ফিনলে প্রপার্টিজের পক্ষ থেকে জানানো হয়, এবারের মেলায় নগরের বিভিন্ন লোকেশনে ১৫টি স্থানে রয়েছে তাদের প্রকল্প। নির্মাণ শৈলী ও স্থানের গুরুত্ব বিবেচনায় ফ্ল্যাটের তারতম্য রয়েছে। চৌদ্দশ থেকে সাড়ে তিন হাজার বর্গফুটের ফ্ল্যাট পাওয়া যাচ্ছে এই প্রতিষ্ঠানটিতে।  

ফিনলে প্রপার্টিজ লিমিটেডের সিনিয়র ম্যানেজার (মার্কেটিং)  আব্দুল্লাহ নাসির জানান, প্রতিবারের মত আমরা এবারও বেশ কিছু প্রজেক্ট রেখেছি। যেহেতু গৃহ নির্মাণ সামগ্রীর দাম বেড়েছে, তাই ফ্ল্যাটের দামও কিছু বেড়েছে। তবে গুণগতমানের ক্ষেত্রে কোনো ধরণের কম্প্রোমাইজ করা হয় না। আবাসন খাতে আমাদের যে সুনাম রয়েছে তা অক্ষুণ্ণ রাখতে এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হয় না৷ পাশাপাশি নির্দিষ্ট সময়ে আমরা প্রপার্টি হস্তান্তর করাকে গুরুত্ব দিয়ে থাকি। ফ্ল্যাটে উঠার পরেও আমরা সেবা দিয়ে থাকি। অ্যাপার্টমেন্টে কোনো সমস্যা থাকলে সেটি আমরা সমাধান করে থাকি।

তিনি আরও জানান, মেলায় ফ্ল্যাট বুকিং দিলে গ্রাহকদের জন্য বিশেষ গিফট প্যাকসহ বিভিন্ন সুযোগ সুবিধা রাখা হয়েছে৷ তাছাড়া, মেলা ছাড়াও আমাদের কার্যালয়ে এসে বুকিং দিতে পারবেন গ্রাহকরা।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।