ঢাকা, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাটি কাটার দায়ে এক্সকেভেটর ও ডাম্প ট্রাক জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
মাটি কাটার দায়ে এক্সকেভেটর ও ডাম্প ট্রাক জব্দ ...

চট্টগ্রাম: পরিবেশ আইন অমান্য করে চন্দনাইশে রাতে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা বন্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।  

এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকেভেটর ও একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মেজর ফজলে রাব্বির নেতৃত্বে চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া তালুকদার পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।  

উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কৃষিজমির মাটি কাটার সঙ্গে যুক্ত কাউকে আটক করা যায়নি।

 

অভিযান শেষে এক্সকেভেটর ও ডাম্প ট্রাকটি উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।