ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অবৈধ বালু উত্তোলনকারীদের হামলায় সাগরে নিখোঁজ জেলে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৬, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
অবৈধ বালু উত্তোলনকারীদের হামলায় সাগরে নিখোঁজ জেলে প্রতীকী ছবি

চট্টগ্রাম: অবৈধ বালু উত্তোলনকারীদের হামলায় সাগরে পড়ে নিখোঁজ রয়েছেন রাম জলদাস নামে এক জেলে। এসময় নিখোঁজ জেলের সহোদর গৌর জলদাসকে অপহরণের অভিযোগ উঠেছে।

সীতাকুণ্ড উপকূলে বাল্ক হেড চলাচলের জন্য সাগরে মাছ ধরার জাল কেটে ফেলার জেরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।  

পরে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে চাঁদপুরের মেঘনা নদী থেকে বাল্কহেডের ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

জব্দ করা হয় বাল্কহেডটি।

সোমবার(১৭ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গোপসাগর উপকূলে সীতাকুণ্ড অংশে এ ঘটনা ঘটে। অপহৃত গৌর জলদাসকে পরে চাঁদপুর থেকে আহত অবস্থায় উদ্ধার করেছে নৌ পুলিশ। নিখোঁজ জেলেকে উদ্ধারে অভিযান পরিচালনা করছে নৌ পুলিশ।

কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ওয়ালি উদ্দিন বলেন, বঙ্গোপসাগরে বসানো জালে মাছ ধরেছে কি না দেখতে দুই সহোদর সাগরে যায়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রের সদস্যদের তাঁদের বসানো জাল কেটে ফেলে দিতে দেখে। এ সময় প্রতিবাদ জানালে তারা রড ও লাঠি দিয়ে তাদের আঘাত করে। দুই ভাইয়ের মধ্যে এক ভাইকে উদ্ধার করা হয়েছে। অন্য ভাইকে উদ্ধারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।