চট্টগ্রাম: পবিত্র মাহে রমজানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জানুয়ারি) নগরের দামপাড়া পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রমজানকে সামনে রেখে খাদ্যদ্রব্যসহ ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণ, মার্কেটে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, বখাটেপনা রোধ, বিভিন্ন মার্কেট ও শপিং মলে সিসিটিভির ব্যবস্থা করা, অগ্নিনির্বাপক ব্যবস্থা, মার্কেট ও বাণিজ্যিক এলাকায় নিরাপত্তা কর্মী মোতায়েন ব্যবস্থা, ক্রেতা সাধারণের নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিরসনে পে-পার্কিং ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
চট্টগ্রাম মহানগরের বিভিন্ন ব্যবসায়ী নেতারা তাদের নিজ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশি সহায়তা কামনা করে বক্তব্য প্রদান করেন। সভায় সিএমপি কমিশনার ব্যবসায়ী নেতাদের সব ধরনের পুলিশি সহায়তা প্রদান করা হবে বলে জানান।
মত বিনিময় সভায় সিএমপি কমিশনার যানজট, ছিনতাই, অবৈধ মজুদ ও চাঁদাবাজি রোধে ওয়ার্ড ভিত্তিক তালিকা তৈরি করে এ বিষয়ে সিটিজেন ফোরাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে কর্মপন্থা নির্ধারণ করে কাজ করতে থানা ও ট্রফিক বিভাগসহ সংশ্লিষ্ট সকল ইউনিট প্রধান এবং সব পুলিশ সদস্যকে নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, রমজানে সবকটি বড় মার্কেটে পুলিশি প্রহরা থাকবে এবং নারী ছিনতাইকারীর তৎপরতা প্রতিরোধে নারী পুলিশ মোতায়েন থাকবে।
তিনি আরও বলেন, পহেলা রমজান থেকে জনজীবনে কোনো দুর্ভোগ না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। রমজানের পবিত্রতা রক্ষা করার লক্ষ্যে সাধারণ নগরবাসী ও সব ধরনের ব্যবসায়ীসহ সকল ধর্মের মানুষ যাতে স্বস্থির সাথে বসবাস করতে পারে সে লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবসায়ী নেতৃবৃন্দকে প্রতিটি মার্কেটে সিসি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আহ্বান জানান। যান চলাচল স্বাভাবিক রাখতে, বিশেষ করে অননুমোদিত গাড়ি শহরে প্রবেশ বা চলাচলের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণে গুরুত্ব আরোপ করেন। সেইসঙ্গে সিএমপি কমিশনার পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা ও অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট না করার জন্য ব্যবসায়ী প্রতি অনুরোধ জানান।
সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আশফাকুজ্জামান আকতার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. হুমায়ুন কবির মহোদয়সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশের অন্যান্য ইউনিটের প্রতিনিধি এবং চট্টগ্রামের চেম্বার নেতৃবৃন্দ, আমদানিকারক-পাইকারি ব্যবসায়ী, দোকান মালিক সমিতি ও বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ২০২৫
পিডি/টিসি