ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বরেণ্য রাজনীতিক নোমানের মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১১, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
বরেণ্য রাজনীতিক নোমানের মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের শোক

চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানপ্রদ আজীবন সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান শোক জানিয়েছে চট্টগ্রাম প্রেসক্লাব।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বরেণ্য এই রাজনীতিকের মৃত্যুতে চট্টগ্রাম প্রেসক্লাবের পক্ষ থেকে শোক বিবৃতি দেওয়া হয়।

 

এক শোক বার্তায় প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি বলেন, দল মত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য ভদ্র ও রুচিশীল, অসাম্প্রদায়িক রাজনীতিক হিসেবে সমধিক পরিচিত ছিলেন তিনি। স্বৈরাচারবিরোধী আন্দোলনের পরবর্তীতে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতা গ্রহণের পর আবদুল্লাহ আল নোমানের হাত ধরে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, ৯০ এর গণআন্দোলনে শহীদদের স্মরণে বাকলিয়ায় এনএমজে মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

এছাড়া চট্টগ্রাম প্রেস ক্লাবসহ চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। দেশের উন্নয়নে তাঁর অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি।  

বিবৃতিতে প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।  

বিবৃতিদাতারা হলেন, সিনিয়র সাংবাদিক শামসুল হক হায়দরী, অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম, গোলাম মাওলা মুরাদ, সাংবাদিক মোহাম্মদ শহীদুল ইসলাম, মিয়া মোহাম্মদ আরিফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।