ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়তে একসাথে কাজ করতে হবে’ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৮, মার্চ ১, ২০২৫
‘অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়তে একসাথে কাজ করতে হবে’  ...

চট্টগ্রাম: মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি না করে অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তোলার চেতনায় সবাইকে একসাথে কাজ করতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর।  

ফটিকছড়ি ভূজপুরে শ্রীশ্রী শ্মশান কালী মঠ ও মন্দিরে অনুষ্ঠিত শিব চতুর্দশী ব্রত, ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

তিনি আরো বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আর জাতিগত ঐক্যই হচ্ছে সংস্কৃতি।

ঐক্যবদ্ধভাবে না থাকলে কোন জাতিই টিকে থাকতে পারে না। বাঙালি জাতির অনেক ঐতিহ্য রয়েছে। সুপ্রাচীনকাল থেকে এদেশে বিভিন্ন ধর্মের লোক মিলেমিশে বাস করে আসছে। তাই কোনো মহল যেন আমাদের এই অসাম্প্রদায়িক চেতনাকে ধ্বংস করতে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। সেই লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাচ্ছে বিএনপির নেতা-কর্মীরা।  

এসময় বিএনপি নেতা সরওয়ার আলমগীর মন্দিরের পুণ্যার্থী ও পরিচালনা কমিটির সাথে কুশল বিনিময় করেন।  

অ্যাডভোকেট তরুণ কিশোর দেব এর সভাপতিত্বে ও অশ্বিন মহাজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বিএনপি নেতা আবু তাহের সিদ্দিকী, মহিউদ্দিন আজম তালুকদার, মিঞা মোশরাফুল আনোয়ার চৌধুরী মশু, ভূজপুর থানা কৃষক দলের আহ্বায়ক নাজিম উদ্দীন বাচ্চু,  জাহেদ মেম্বার, গাজী আমান উল্লাহ, বাবুল চন্দ্র দে, রঞ্জিত কুমার পাল, মাস্টার সুনিল চন্দ্র দে, কেশব চৌধুরী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, মার্চ ০১, ২০২৫ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।