ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার তিন ডাকাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, মার্চ ৩, ২০২৫
পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার তিন ডাকাত ...

চট্টগ্রাম: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরের বায়েজিদ এলাকা থেকে বিদেশি পিস্তল সহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ।

রোববার (২ মার্চ) রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন ওয়াজেদিয়া এলাকায় একটি মাদরাসার পাশে পরিত্যাক্ত ভবন থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলো, মোহাম্মদ মিল্লাত (২৪), মোহাম্মদ আবুল হাসনাত ফাহিম (২০), মো. রুবেল (২৬)। তিন জনই স্থানীয় এলাকার শীর্ষ সন্ত্রাসী মিজানের অনুসারী।

এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড পিস্তলের গুলি, ২টি পিস্তলের ম্যাগাজিন, ১টি হাসুয়া, ১টি ছুরি, ৫টি মোবাইল ও ১১ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, বায়েজিদের ওয়াজেদিয়া নামক এলাকার একটি পরিত্যাক্ত ভবনের দ্বিতীয় তলায় বিশেষ অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় তাদের কাছে বিদেশি পিস্তল ও মাদকসহ বিভিন্ন দেশীয় অস্ত্র পাওয়া যায়। তাদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।  

আটকের পর তাদের বিরুদ্ধে পৃথক আরও ৩টি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।