ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিভিন্ন প্রজাতির ৬৯৭টি পাখি জবাই, গ্রেপ্তার ৩ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫
বিভিন্ন প্রজাতির ৬৯৭টি পাখি জবাই, গ্রেপ্তার ৩  গ্রেপ্তার ৩ পাখি শিকারি

চট্টগ্রাম: আনোয়ারা উপজেলায় ইছামতী নদীর পাড়ের বিল থেকে বিভিন্ন প্রজাতির পাখি মেরে বস্তা ভরে নিয়ে যাওয়ার সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাতে আনোয়ারা উপজেলার সদর থেকে পাখি শিকারি এ চক্রটিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলো, পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের আজমউল্লা পাড়া এলাকার মো. ছৈয়দুল আলম (৬০), মহরী পাড়া এলাকার মো. ইদ্রিস (৬৫) ও শামসুল সওদাগরের পুরাতন বাড়ির মো. সোহেল (৩০)।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বাংলানিউজকে বলেন, বিভিন্ন প্রজাতির পাখি মেরে বস্তা ভরে নিয়ে যাওয়ার সময় গাড়ি তল্লাশি করে তিনজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৩৫টি শালিক পাখি, ৪২২টি চড়ুই পাখি এবং ১৪০টি বাবুই পাখিসহ সর্বমোট ৬৯৭টি জবাই করা পাখি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।