ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নোমান ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী অনন্য নেতা: মেয়র শাহাদাত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫
নোমান ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী অনন্য নেতা: মেয়র শাহাদাত ...

চট্টগ্রাম: বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের হাত ধরেই আমরা রাজনীতি শুরু করেছি। আবদুল্লাহ আল নোমান ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী অনন্য এক নেতা।

তিনি কেবল চট্টগ্রাম নয়, বাংলাদেশের রাজনীতির অঙ্গনে এক কিংবদন্তি পুরুষ। তিনি শুধু নেতা ছিলেন না, তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান।
তিনি ছিলেন নেতাদের নেতা, আমাদের সবার অভিভাবক।

বুধবার (৫ মার্চ) বিকেলে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম আবদুল্লাহ আল নোমানের ইসালে সওয়াবের উদ্দেশ্যে জমিয়তুল ফালাহ জামে মসজিদ কমপ্লেক্স উন্নয়ন ও মুসল্লি পরিষদের দোয়া ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।  

মেয়র বলেন, আবদুল্লাহ আল নোমান কেমন ছিলেন আমরা সবাই জানি। চট্টগ্রামে ৮০ র দশকে শহীদ জিয়াউর রহমান মারা যাওয়ার পরে বিএনপি অনেকটা মৃত হয়ে পড়েছিল। তখন বিএনপিকে পুনর্জাগরণ করেছেন আব্দুল্লাহ আল নোমান। আমরা দেখেছি কীভাবে তিনি একটা দলকে ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে ক্ষমতায় যাওয়ার জন্য ভূমিকা পালন করেছিলেন। তারপরের ভূমিকাও আমরা সবাই জানি।

আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমানকে উদ্দেশে করে মেয়র বলেন, তাঁর বাবার যারা নেতাকর্মী আছে, তাদের যেন সে ভুলে না যায়। আশা করছি, সে সবসময় নেতাকর্মীদের পাশে থাকবে।

আমরা সবাইকে নিয়ে একটা পরিবার হিসেবে থাকবো। মহানগর, উত্তর, দক্ষিণ এখানে কোনো বিভাগ নেই। সবাই মিলে একসাথে কাজ করবো বিএনপির জন্য। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুযোগ নেতৃত্বে আগামীতে নতুন একটি বাংলাদেশ সৃষ্টি করবো। আগামীতে ক্ষমতায় বসে ৩১ দফাসহ সব দফা আছে সেগুলো বাস্তবায়ন করবে বিএনপি।

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম সম্পাদক এএম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, আব্দুল্লাহ আল নোমানের সন্তান সাঈদ আল নোমান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ আজিজ, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মো. খান, আরইউ চৌধুরী শাহিন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মহিউদ্দিন, যুগ্ম আহবায়ক আলী আব্বাস, সাবেক যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন শিকদার, মহানগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী, ইস্কান্দার মির্জা, মো. কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান, মুসল্লি পরিষদের যুগ্ম আহবায়ক খোরশেদুর রহমান প্রমুখ।  

দোয়া ও মিলাদ পরিচালনা করেন জমিয়াতুল ফালাহ মসজিদের পেশ ইমাম হাফেজ আহমেদুল হক।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।