ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাবেক সিনিয়র আইসিটি সচিব জিয়াউল গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৩, মার্চ ৫, ২০২৫
সাবেক সিনিয়র আইসিটি সচিব জিয়াউল গ্রেপ্তার

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ থানা এলাকা থেকে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি)- এর তথ্য বিক্রির অভিযোগে দায়ের করা মামলার আসামি তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমকে গ্রেপ্তার করা হয়েছে।  

বুধবার (৫ মার্চ) নগরের পাঁচলাইশ আবাসিকের ডা.হাবিবের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান বাংলানিউজকে বলেন, আমাদের সহযোগিতায় সিআইডি টিম পাঁচলাইশ আবাসিক এলাকায় এনএম জিয়াউল আলমের আত্মীয় ডা. হাবিবের বাসা থেকে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পাঁচলাইশ থানা থেকে সিআইডির টিম ঢাকায় নিয়ে গেছেন।

 

এর আগে নাগরিকদের এনআইডি তথ্য বিক্রির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৯ জনের নাম উল্লেখ করে ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি করে সাইবার নিরাপত্তা আইনে ঢাকা মেট্টোপলিটনের কাফরুল থানায় মামলাটি করেন এনামুল হক। মামলায় ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

বাংলাদেশ সময়:২২৪০ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।