ঢাকা, সোমবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রবাসী মফিজ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, মার্চ ৯, ২০২৫
প্রবাসী মফিজ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার গ্রেপ্তার আসামি

চট্টগ্রাম: জোরারগঞ্জ থানার বোনের শ্বশুর বাড়িতে প্রবাসী ভাই মো. মফিজ হত্যা মামলার প্রধান আসামি মো. শেখ ফরিদ নগরের পাহাড়তলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তার শেখ ফরিদ প্রকাশ শরিফ (৩৫) জোরারগঞ্জ থানার নোয়াপাড়া এলাকার মিছিল আহমেদের ছেলে।

র‌্যাব-৭ জানিয়েছেন, নিহত ভিকটিম মো. মফিজ প্রকাশ মহিউদ্দিনকে দীর্ঘদিন যাবত ওমান প্রবাসী ছিলেন। কিছুদিন পূর্বে দেশে ফিরে আসেন।

চার বছর আগে পার্শ্বর্বতী এলাকার শেখ ফরিদের সঙ্গে ভিকটিমের বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বাগবিণ্ডার সৃষ্টি হয়। নিহত ভিকটিম বোনের সংসারে সুখের কথা চিন্তা করে প্রবাসে থাকাকালে বোন জামাই শেখ ফরিদ উদ্দিনকে ব্যবসার জন্য ১৫ লাখ টাকা দেন। পরর্বতীতে ভিকটিম মহিউদ্দিন দেশে আসলে তার বোনের কাছে ওই ১৫ লাখ টাকা ফেরত চান। বোন বিষয়টি জানালে শেখ ফরিদ এবং তার পরিবার টাকা ফেরত প্রদানে অস্বীকৃতি জানায়। বিষয়টি জেনে ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি নিহত ভিকটিম তার বোনর শ্বশুর বাড়িতে গেলে এনিয়ে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে বোন জামাই শেখ ফরিদ এবং তার পরিবারে অন্যান্য লোকজন উত্তোজিত হয়ে প্রবাসী মহিউদ্দিনকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন এবং ভিকটিমের বোন ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণন করেন। এই ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে জোরাগঞ্জ থানায় ৪ জনকে নাম উল্লেখ করে অজ্ঞাত ৪ থেকে ৫ জনকে আসামি করে একটি মামলার দায়ের করেন।  

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন জানান, প্রবাসী ভাই মহিউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি বোন জামাই শেখ ফরিদ নগরের পাহাড়তলী থানার উত্তর কাট্টলী এলাকায় অবস্থান করছে। শনিবার বিকেলে এমন গোপন সংবাদের  ভিত্তিতে চালিয়ে শেখ ফরিদ প্রকাশ শরিফকে গ্রেপ্তার করা হয়েছে।  

তিনি আরও জানান, মামলার হওয়ার পর থেকে সে গ্রেপ্তার এড়াতে নিজ এলাকা ছেড়ে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জোরারগঞ্জ থানা হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ৯, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।