ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

টেরিবাজারে কাপড়ের গুদামে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৭, মার্চ ১৬, ২০২৫
টেরিবাজারে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম: নগরের পাইকারি কাপড়ের বড় বিপণিকেন্দ্র টেরিবাজারের একটি গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে।  

রোববার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, দোতলায় একটি কাপড়ের গুদামে আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন, আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশন থেকে ছয়টি গাড়ি পাঠানো হয়।  

টেরিবাজার বণিক সমিতির সভাপতি আবদুল মান্নান বাংলানিউজকে রাত ৮টায় জানান, খাজা বিপণি নামের একটি ভবনের গুদামে আগুন লেগেছিল।

ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। টেরিবাজারের কেনাকাটা স্বাভাবিক রয়েছে।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।