ঢাকা, সোমবার, ২ চৈত্র ১৪৩১, ১৭ মার্চ ২০২৫, ১৬ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাবেক এমপি ফজলে করিমের ২ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
সাবেক এমপি ফজলে করিমের ২ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা এবিএম ফজলে করিম চৌধুরী ও তার দুই ছেলে ফারাজ করিম চৌধুরী এবং ফারহান করিম চৌধুরী

চট্টগ্রাম: রাউজানের সাবেক এমপি কারাবন্দি এবিএম ফজলে করিম চৌধুরীর দুই ছেলে ফারাজ করিম চৌধুরী ও ফারহান করিম চৌধুরীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।  

রোববার (১৬ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর সিনিয়র স্পেশাল জজ নুরুল ইসলাম শুনানি শেষে এ আবেদন মঞ্জুর করেন।

দুদক পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফজলে করিম চৌধুরীর দুই ছেলে দেশত্যাগ করতে পারে এমন তথ্য রয়েছে দুদকের কাছে।

এই কারণে দুদক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি করে।

রাউজানে সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে বিদেশে টাকা পাচারসহ তার ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান করছে দুদ

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।