ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চমেক হাসপাতালে এসি বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৫, অক্টোবর ১৩, ২০২৫
চমেক হাসপাতালে এসি বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু 

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে গাইনি ওয়ার্ডে এসি মেরামতের কাজ করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ শওকত নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে তিনটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

এর আগে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তিনি গণপূর্ত বিভাগের আউটসোর্সিং কর্মচারী।
শওকত, নগরের পতেঙ্গা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।  

চমেক হাসপাতালে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই)  আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, গাইনি ওয়ার্ডে এসি মেরামতের কাজ করার সময় দগ্ধ শওকত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন । অন্য দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।