ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ডাকসু, জাকসুর পর চাকসুর ব্যালটও হবে ওএমআর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, অক্টোবর ১৩, ২০২৫
ডাকসু, জাকসুর পর চাকসুর ব্যালটও হবে ওএমআর ...

চট্টগ্রাম: ডাকসু, জাকসু নির্বাচনের পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ব্যালটও ওএমআর পদ্ধতিতে করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।  

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে এ তথ্য দেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী।

 

তিনি বাংলানিউজকে জানান, চাকসু নির্বাচনের ব্যালট ওএমআর পদ্ধতিতে করার সিদ্ধান্ত হয়েছে। ভোটাররা ব্যালটে বৃত্ত ভরাট করে নিজেদের ভোট প্রদান করবেন।

এতে খুব কম সময়ে ভোটের ফলাফল প্রকাশ করা যাবে।  

সবশেষ চাকসু নির্বাচন হয় ১৯৯০ সালে। ৩৫ বছর আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সেরেছে কর্তৃপক্ষ। নির্বাচনের দিন চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে ক্যাম্পাস জুড়ে।  

এদিকে সোমবার (১৩ অক্টোবর) মধ্যরাতে শেষ হচ্ছে চাকসু নির্বাচন। শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আচরণবিধি লঙ্ঘন নিয়ে একে অপরে বিরুদ্ধে অভিযোগও দিয়েছেন একাধিক প্রার্থী।  

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।