ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফিলিস্তিনে নৃশংস গণহত্যার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৮, মার্চ ২১, ২০২৫
ফিলিস্তিনে নৃশংস গণহত্যার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

চট্টগ্রাম: ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) দুপুর ২টায় ইসলামী ছাত্রশিবিরের ব্যানারে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন মসজিদের মুসল্লীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি মিরসরাই পৌর সদরের থানা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্ন হয়ে উপজেলা রোডের সামনে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তারা বলেন, ফিলিস্তিন দখল করতে ইসরায়েল যেভাবে দিনের পর দিন নগ্ন হামলা চালাচ্ছে; এটি মেনে নেয়া খুবই কঠিন।

মুসলিম বিশ্ব আজ চুপ কেনো? ফিলিস্তিনের সাধারণ জনগনের ওপর এমন নৃশংস গণহত্যা, বর্বর হামলা বন্ধ করতে হবে। মুসলিম বিশ্বকে এক হয়ে ফিলিস্তিনের পক্ষে কাজ করতে হবে।

এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শওকত আলী, সেক্রেটারি মাইনউদ্দিন রায়হান, মিরসরাই থানা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাকিব হোসাইন, মিরসরাই পৌরসভা জামায়াতে ইসলামী আমির শিহাব উদ্দিন, জোরারগঞ্জ থানা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল নোমান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক জহির উদ্দিন, বিজ্ঞান সম্পাদক ইমতিয়াজ উদ্দিন কলেজ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।