ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাতির আক্রমণে মৃত্যু, শিশুর মরদেহ নিয়ে সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১০, মার্চ ২২, ২০২৫
হাতির আক্রমণে মৃত্যু, শিশুর মরদেহ নিয়ে সড়ক অবরোধ ...

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলায় হাতির আক্রমণে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় মরদেহ নিয়ে সড়ক অবরোধ করেছেন এলাকার লোকজন।  

শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বড় উঠানের শাহমীরপুর জমাদারপাড়া এলাকায় মোহাম্মদ ইব্রাহীমের ছেলে মো. আরমান জাওয়াদ এর মৃত্যু হয়।

হাতির আক্রমণে ওই শিশুর মা খজিমা বেগম (৩০) গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় শনিবার (২২ মার্চ) ভোর ৬টা থেকে এলাকাবাসী শিশুটির মরদেহ নিয়ে কেইপিজেড এলাকায় পেকুয়া-আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

তারা এলাকা থেকে বন্য হাতিটি সরানোর দাবি জানান। এসময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি  হয়।

নিহত শিশুর বাবা মোহাম্মদ ইব্রাহীম বলেন, রাতে একটি বন্য হাতি এসে টিনের ঘর ভাঙচুর করে। প্রাণে বাঁচতে স্ত্রী খজিমা বেগম সন্তান জাওয়াদকে নিয়ে ঘর থেকে বের হলে হাতি শুঁড় দিয়ে তুলে আছাড় দেয়। এতে ঘটনাস্থলে শিশু সন্তানের মৃত্যু হয়। আমার স্ত্রীও আহত হয়েছে।

বিক্ষোভরত চবি শিক্ষার্থী ওয়াসিম আকরাম বলেন, একের পর হাতির আক্রমণে মানুষ প্রাণ হারাচ্ছে। বন বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনও সমাধান দিতে পারছে না।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছি।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।