চট্টগ্রাম: বাঁশখালীর সাধনপুরে একটি সংরক্ষিত বন থেকে অন্তত ১০০টি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বুধবার গাছগুলো কাটা হলেও রোববার (২৩ মার্চ) পর্যন্ত এ ঘটনায় মামলা করেনি বন বিভাগ।
স্থানীয়দের অভিযোগ, দুর্বৃত্তদের সুবিধা দিতে মামলা দায়ের ও কাটা গাছগুলো উদ্ধারে গড়িমসি করছে বনবিভাগ। চিহ্নিত বনখেকোরা গাছগুলো কেটেছে।
বন বিভাগের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতায় কালীপুর রেঞ্জের অধীনে সাধনপুর বিটের লটমনি মৌজার সংরক্ষিত বনটির গাছগুলো কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। কাটা গাছগুলো আকাশমনি প্রজাতির, বেশিরভাগ গাছ পরিপক্ক এবং বয়স ১০-১২ বছর।
কালীপুর রেঞ্জের রেঞ্জার মনোয়ার হোসেন বলেন, গত শনিবার আমরা ওই এলাকায় অভিযান চালিয়ে কেটে ফেলা গাছের ২৫ টুকরো জব্দ করতে পেরেছি। আসামিদের চিহ্নিত করতে সময় লাগছে। তাই মামলা দায়েরে দেরি হচ্ছে। আমরা মামলার নথি তৈরি করছি। দ্রুত সময়ের মধ্যে আদালতে মামলা দায়ের করব। তবে কেটে ফেলা বেশিরভাগ গাছ বেহাত হয়ে গেছে।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
বিই/টিসি