ঢাকা, বুধবার, ১২ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে অভিযানে শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৪৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
চট্টগ্রামে অভিযানে শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৪৩

চট্টগ্রাম: নগরে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানার বিশেষ অভিযানে শ্রমিক লীগ নেতাসহ ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন, নুর মোহাম্মদ (৬৯), মো. সুজন (৩৫), মো. রুবেল (৩২), মো. জাহিদুল ইসলাম (২৪), মো. সাহাবুদ্দিন (৩২), মো. মিজানুর রহমান (৩২), মো. ইমরান (১৯), মো. বাবু (২৫), মো. তোফাজ্জল (২৭), নাজমুল আলম প্রকাশ মিঠু (৩২), মো. ফারুক (৩০), ১২। মো. শাহজাহান (৩০), ১৩।

মো. নাসির (৪২), মো. সোহেল (৩৫), জিয়াউর রহমান জিয়া (২০), মোহাম্মদ তারেক প্রকাশ ক্সতয়ব (২৫), ওমর ফারুক (৩০), মো. হাসান (২২), মো. নাঈম (২০), ইউনুছ মিয়া (৩০), মো. হাসান (২৬), এস এম আব্দুল্লাহ (২৩), মো. হারুন (৩৮), মো. এমরান (২৫), মো. সায়মন (২৩), মো. হাসান (২৬), মো. রনি (৩৩), প্রসংজিদ (৩০), মো. ইব্রাহীম (৩০), মো. হানিফ (৪০), শিকলবাহা ইউনিয়ন শ্রমিক লীগের সম্পাদক মো. আলমগীর (৪০), মো. শাহাদাৎ হোসেন (২৪), মো. মাহিদ (৩০), মো. সোহেল মিয়া (৩৫), মো. কামাল (৩৫), মো. আবু ছিদ্দিক টিটু (৪৩), মো. তানভীর ইসলাম (১৯), মো. আরাফাত হোসেন (১৯), মো. সোহাগ (২৫), মো. বশর প্রকাশ কাঙ্গালী বশর (২৭), মো. সৈকত (২৪), মো. শরীফুল ইসলাম সুমন (৩০) ও মো. শাকিল আহম্মদ প্রকাশ মো. শাহ সেলিম উল্লাহ (৪৮)।

সিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।