ঢাকা, শনিবার, ১৫ চৈত্র ১৪৩১, ২৯ মার্চ ২০২৫, ২৮ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন ...

চট্টগ্রাম: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।

বুধবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইনচার্জ ড. এস.এম শোয়েভ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ট্রেজারার ইনচার্জ ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. হযরত আলী মিয়া।  

বিশেষ অতিথি ছিলেন আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এবিএম আবু নোমান।

ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ার এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন ব্যাবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরোয়ার উদ্দিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন চৌধুরী, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান জাহেদ বিন রহিম, আইন বিভাগের চেয়ারম্যান মো. আবদুল হান্নান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. আজিম উদ্দিন, জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী, প্রক্টর ড.মোহাম্মদ সিরাজ মিয়া, আইকিউএসি’র পরিচালক ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রানা করন, এমবিএ কো-অর্ডিনেটর ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সৌমেন চক্রবর্তী প্রমুখ।  

সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৫৪ বৎসর অতিক্রান্ত হলেও আমরা স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে পারিনি। বীর মুক্তিযোদ্ধারা যে উদ্দেশ্যে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে এ দেশ স্বাধীন করেছেন, রক্তদান করেছেন, শহীদ হয়েছেন- তার প্রতিদান আমরা দিতে পারিনি। নানা কারণে আমাদের স্বাধীনতার স্বপ্ন পরিপূর্ণ সফলতা পায়নি। সময়ের সাহসী শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন সফল করে তুলতে দেশ গড়ার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।