চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট পুলিশ বক্সে জয় বাংলা গ্রাফিতি আঁকার অভিযোগে এক ছাত্রলীগকর্মীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) রাত দেড়টার দিকে নগরের বাকলিয়া থানার শহীদ বশরুজ্জামান চত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- চন্দনাইশ থানার মধ্যম হাশিমপুর খুনিয়ারপাড়ার মীর মহিউদ্দিনের ছেলে মীর সাদ মাহমুদ (২৪) ও একই থানার চন্দনাইশ পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড ফকির পাড়ার নাছির উদ্দিনের ছেলে আশরাফ উদ্দিন রিয়াজ (২৮)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বাংলানিউজকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৌদিয়া বাসে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
এমআই/পিডি/টিসি