চট্টগ্রাম: ঈদের নতুন জামা, জুতো থেকে গৃহস্থালি পণ্যের পসরা সাজানো হাজার হাজার দোকান। সকাল থেকে সেহেরি পর্যন্ত এসব দোকানে লাখো ক্রেতার সমাগম।
নগরের নিউমার্কেট মোড়কে ঘিরে জুবিলি রোড ও স্টেশন রোডের ফুটপাত ও সড়কের একাংশ জুড়ে বসেছে এ ঈদবাজার।
এখানে কী কী বিক্রি হচ্ছে সেই তালিকা বেশ দীর্ঘ। শার্ট, পাঞ্জাবি, জিনসের প্যান্ট, টিশার্ট, ফ্রক, বেবি সেট, থ্রিপিস, জুতো, স্যান্ডেল, প্রসাধনী, গহনা, আতর, টুপি, গেঞ্জি, গামছা, তোয়ালে, মোবাইল কাভার, টেবিলক্লথ, পাপোস, জগ, গ্লাস, মগ, ঘড়ি, চশমা, লুঙ্গি, ফতুয়া, পাজামা, বেল্ট থেকে নতুন টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গরমের কারণে শরবত, বিরিয়ানি, হালিম, কোমল পানীয়ও বিক্রি হচ্ছে বেশ।
ভাইরাল ডায়লগ 'ওই কিরে মধু মধু', 'চাই ল' বাছি ল' একদাম দেড়শ' সহ মজার মজার হাঁকডাকে ক্রেতাদের কাছে টানছেন বিক্রেতারা।
ঈদ যত কাছে আসছে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। রীতিমতো দরকষাকষি করে পছন্দের জামা, জুতো কিনছেন ঘরমুখী মানুষ। ভাসমান, ক্ষুদ্রপুঁজির দোকানিরাও 'কম লাভ বেশি বেচা' নীতিতে পণ্য ছেড়ে দিচ্ছেন।
জুতা বিক্রেতা রহিম উদ্দিন জানান, আমতল থেকে স্টেশন রোড পর্যন্ত শতাধিক জুতো, কেডস, স্যান্ডেলের দোকান বসেছে। বেশি লাভের আশায় বসে থাকলে আরেকজন দোকানি কম লাভে জুতো ছেড়ে দিচ্ছেন। ফলে আমাকেও ছেড়ে দিতে হচ্ছে। তাছাড়া জুতোর ব্যবসা সাইজের স্টকের ওপর নির্ভর করছে।
তিনি জানান, এক হাজার থেকে আড়াই হাজার টাকার সু, কেডস মিলছে ফুটপাতে। শিশু-কিশোরদের জুতো দেড়শ থেকে ছয়শ' টাকায় পাওয়া যাচ্ছে।
নূপুর মার্কেটের সামনের ফুটপাতে জিনসের প্যান্ট বিক্রি করছেন আবদুল খালেক। তিনি জানান, ছোটদের জিনসের প্যান্ট ২০০ টাকা, বড়দের হাজার টাকা পর্যন্ত আছে।
কেনাকাটা করতে আসা তৈরি পোশাক কারখানার কর্মী খাতুনে জান্নাত জানান, কম বাজেটে মা-বাবা, ভাই-বোন, স্বামী-সন্তান সবার জন্য ঈদের নতুন জামা কিনতে হলে ফুটপাতের বাজারই শেষ ভরসা। দরদাম করে, দেখে শুনে কিনতে পারলে সবার মুখে ঈদের হাসি ফোটানো যায়।
তিনি জানান, ফুটপাতের দোকানে আসল, নকল, কপি, পুরাতন ইত্যাদি বিভিন্ন রকমের পণ্য থাকে। দেখে শুনে কিনলে ঠকার আশঙ্কা কম।
শুধু ফুটপাত নয়, জহুর হকার্স মার্কেট ও তামাকুমণ্ডি লেনে ওঠানামার পথে জনতার স্রোত নামছে। সপরিবারে কেনাকাটা করতে আসা অনেকে ভিড়, বখাটে ও পকেটমারের উৎপাত থেকে বাঁচতে গলির মুখ থেকে দূরে তুলনামূলক নিরিবিলি দোকানে যাচ্ছেন।
শুধু নিউ মার্কেট এলাকা নয়, নগরের আগ্রাবাদ, বন্দরটিলা, সিইপিজেড, লালদীঘির পাড়, বহদ্দারহাট, জিইসি, কাপ্তাই রাস্তার মাথা, চকবাজারসহ বিভিন্ন এলাকার ফুটপাতে ঈদের জমজমাট বেচাকেনা চলছে।
বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
এআর/টিসি