চট্টগ্রাম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অসুস্থ গিয়াস উদ্দিনকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলালের পরামর্শে দক্ষিণ জেলা বিএনপির নেতা রাজীব জাফর চৌধুরী তত্ত্বাবধানে বিএনপির পক্ষ থেকে প্রতিশ্রুতির অংশ হিসেবে গিয়াস উদ্দিনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
বর্তমানে গিয়াস উদ্দিন মেরিন সিটি হাসপাতালে প্রফেসর ডা. মোহাম্মদ কামাল উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি লাম্বার স্পন্ডাইলোসিস উইথ রেডিকুলোপ্যাথি এবং সিওপিডি রোগে আক্রান্ত বলে চিকিৎসক জানিয়েছে।
প্রফেসর ডা. কামাল উদ্দিন জানান, তার দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হবে। প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে এবং কঠোরভাবে ধূমপান ও পান-সুপারি খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।
আগামী ১৫ দিনের মধ্যে গিয়াস উদ্দিন চিকিৎসার পরবর্তী ধাপে ডা. কামাল উদ্দিনের কাছে পুনরায় পরামর্শের জন্য আসবেন।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
পিডি/টিসি