ঢাকা, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১, ০২ এপ্রিল ২০২৫, ০৩ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পথশিশুদের নিয়ে নগরে ঈদ উৎসব 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
পথশিশুদের নিয়ে নগরে ঈদ উৎসব  ...

চট্টগ্রাম: যাদের ঘরে কখনও ঈদ আনন্দ পৌঁছে না, সেসব পথশিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজন করেছে ২ দিনব্যাপী ঈদ আনন্দ উৎসব।

সোমবার (৩১ মার্চ) নগরের বিপ্লব উদ্যানে সকাল ১০টায় এই উৎসব উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের  মেয়র ডা.শাহাদাত হোসেন।

এ সময় তিনি বলেন, রমজান আমাদেরকে শিক্ষা দেয় ধনী-গরিব সবাইকে নিয়ে মিলেমিশে থাকার। ধনীরা গরীবের পাশে থাকবে।

আজকের এই আয়োজন ধনী-গরীব সবার জন্য উন্মুক্ত। এখানে ঢুকতে কাউকে বাধা দেওয়া হবে না। ছিন্নমূল মানুষ ও পথশিশুরা আনন্দে সময় কাটাবে।

অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন বলেন, এই নগরীতে এমন হাজারও ছিন্নমূল মানুষ আছেন যাদের ঝুপড়ি ঘরে কখনও ঈদের আনন্দ পৌঁছে না। তারা না পারেন গ্রামে যেতে, আবার না পারেন শহরের উৎসবের অংশ নিতে। সেসব পথশিশু,ভাসমান মানুষদের ঈদকে আনন্দে রাঙানোর জন্য ২ দিনব্যাপী ঈদ উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে প্রায় ৫ হাজার মানুষ অংশ নিতে পারবেন। বিপ্লব উদ্যানকে একটি শিশুপার্কে রূপান্তর করা হয়েছে। এই আয়োজনের মধ্য দিয়ে আমরা প্রতিবেশী হিসেবে প্রতিবেশীর দায়িত্ব পালন করি।

এদিকে ছিন্নমূল মানুষের পাশাপাশি সর্বসাধারণের জন্যও উন্মুক্ত থাকছে এই আয়োজন। নগরের পথশিশু, ভাসমান মানুষ, বস্তিবাসী থেকে শুরু করে সবার জন্য এই আয়োজন উন্মুক্ত থাকছে ২ দিন। সবার জন্য রয়েছে আনলিমিটেড খাবার বিরিয়ানি, সেমাই, পায়েস, শরবত, ফুসকা,আইসক্রিম ইত্যাদি। নাগরদোলা, সুইমিংপুল, জাম্পিং সহ বিভিন্ন ঐতিহ্যবাহী খেলনায় সবাই চড়তে পারছে বিনামূল্যে।  

অনুষ্ঠান শেষে মেয়র ছিন্নমূল শিশুদের সালামি প্রদান করেন।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।