ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৪, এপ্রিল ৪, ২০২৫
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের  ...

চট্টগ্রাম: সাতকানিয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে ৩০-৩২ বছরের অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৪ এপ্রিল) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে সাতকানিয়া স্টেশনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

সাতকানিয়ায় দায়িত্বরত স্টেশন মাস্টার মং ইউ মারমা জানান, ভোর ৬টার দিকে রেললাইনে এক যুবক ট্রেনে কাটা পড়ে মারা যায়। ৫টা ৫২ মিনিটে ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেন যাওয়ার সময় তিনি কাটা পড়েন।

চট্টগ্রাম রেলওয়ে থানার পরিদর্শক এসএম শহীদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।