ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জনগণ জামায়াত প্রার্থীকে জয়ী করবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২২, এপ্রিল ৪, ২০২৫
‘জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জনগণ জামায়াত প্রার্থীকে জয়ী করবে’

চট্টগ্রাম: জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে চট্টগ্রাম-১১ আসনের জনগণ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থীকে বিজয়ী করবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমির শাহজাহান চৌধুরী।  

শুক্রবার (৪ এপ্রিল) নগরের একটি কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামী বন্দর থানা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদীরা দেশের সব সেক্টরগুলোকে ধ্বংস করেছে। চট্টগ্রাম-১১আসনে শফিউল আলমকে বিজয়ী করার মাধ্যমে ইসলামের সুমহান আদর্শ ও দাওয়াত পৌঁছিয়ে সমাজ সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আহ্বান জানান।

বন্দর থানা আমির মাহমুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী শফিউল আলম, বন্দর ইসলামী শ্রমিক সংঘের সভাপতি হেলাল উদ্দিন, সেক্রেটারি মোহাম্মদ  ইয়াছিন, বন্দর থানা সেক্রেটারি ইকবাল শরীফ, গোসাইলডাঙ্গা ওয়ার্ড আমির জাকের হোসেন, মুনিরনগর প্রশাসনিক ওয়ার্ড আমির আহমেদ ফিরোজ, হাফেজ আবদুল আলীম, কামরুল হাসান, জিএম কামরুজ্জামান, শামসুল আলম, জাহেদ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।