ঢাকা, রবিবার, ২২ চৈত্র ১৪৩১, ০৬ এপ্রিল ২০২৫, ০৭ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিআরবিতে পরিচ্ছন্নতা অভিযান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৫
সিআরবিতে পরিচ্ছন্নতা অভিযান ...

চট্টগ্রাম: শহরের সংরক্ষিত এলাকা সিআরবি (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং)। ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ভবনটি বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চলীয়) মহাব্যবস্থাপকের নিয়ন্ত্রণ কার্যালয়।

সিআরবি এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে রেলওয়ের উদ্যোগে পরিচালিত হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান।  

শনিবার (৫ এপ্রিল) সকাল ৮টায় রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) শেখ সাকিল উদ্দিন আহমদের নেতৃত্বে আয়োজিত কার্যক্রমে অংশ নেন রেলওয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

 

উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (পূর্ব) মো. সুবক্তগীন, প্রধান প্রকৌশলী (পূর্ব) মো. আবু জাফর মিঞা, প্রধান চিকিৎসা কর্মকর্তা (পূর্ব) ডা. ইবনে সফি আব্দুল আহাদ, চীফ কমান্ড্যান্ট (আরএনবি) মো. আশাবুল ইসলাম, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান, উপ পরিচালক (জনসংযোগ) ফেরদৌস আহমেদ, ডিভিশনাল অফিসার তাহামিনা আক্তার, বিভাগীয় প্রকৌশলী-২ এস রিয়াসাদ ইসলাম, পাহাড়তলী রেলওয়ে কন্ট্রাকটরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, সদস্য সচিব মো. শাহ আলম, রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম আর মঞ্জু, সেলিম পাটোয়ারী, কার্যকরী সভাপতি বি আর ই এল মাহবুবুর রহমান প্রমুখ।  

সিআরবি এলাকাকে পরিচ্ছন্ন রাখার জন্য নিয়মিত কার্যক্রম পরিচালনা, আবর্জনা ব্যবস্থাপনা, বৃক্ষ সংরক্ষণ এবং সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করে কর্মকর্তারা বলেন, সিআরবি শুধু রেলওয়ের নয়, এটি চট্টগ্রামের প্রাণ ও ঐতিহ্যের অংশ। তাই এর পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

অভিযান শেষে পরিচ্ছন্নতাকর্মীদের কৃতজ্ঞতা জানিয়ে খিচুড়ি দিয়ে আপ্যায়ন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৫ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।