ঢাকা, রবিবার, ২৩ চৈত্র ১৪৩১, ০৬ এপ্রিল ২০২৫, ০৭ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল পোশাকশ্রমিকের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৫
দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল পোশাকশ্রমিকের

চট্টগ্রাম: নগরে ছুরিকাঘাতে চাঁদনি খাতুন (৩০) নামে এক নারী পোশাককর্মীকে খুনের ঘটনা ঘটেছে।

শনিবার (৫ এপ্রিল) বিকেলে নগরের বন্দর থানার বাকের আলী টেকের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

চাঁদনি খাতুন খুলনা জেলার দাকোপ উপজেলার খাজুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি নগরীর ইপিজেডে এভারটোব বাংলাদেশ লিমিটেড নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন।

 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুহাম্মদ সুলতান আহসান বাংলানিউজকে বলেন, ছুরিকাঘাতে এক পোশাকশ্রমিককে খুনের ঘটনা ঘটেছে।  তিনি একটি পোশাক কারখানায় কাজ করতেন। বিকেলে চাকরি থেকে ফেরার পথে তাকে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ওই নারীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের হাতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৫
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।