ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩০, এপ্রিল ৭, ২০২৫
রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর  ...

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে আছমা সিদ্দিকা সাফা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।  

রোববার (৬ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড খন্ডলিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আছমা সিদ্দিকা সাফা ওই এলাকার সৌদি আরব প্রবাসী মো. হাসান আলীর কন্যা৷ সোমবার (৭ এপ্রিল) তিনি দেশে ফিরলে শিশুটিকে দাফন করা হবে বলে জানান স্বজনরা।  

শিশুর স্বজন এম এ জব্বার সিকদার জানান, সন্ধ্যায় বাড়ির উঠানে অন্য শিশুদের সাথে খেলছিল সাফা।

সবার অগোচরে সে পাশের পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।