ঢাকা, মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৮ এপ্রিল ২০২৫, ০৯ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: সুফিয়ান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: সুফিয়ান

চট্টগ্রাম: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, আমাদের মূল পরিচয় আমরা মানুষ এবং বাংলাদেশি। হিন্দু-বৌদ্ধ-মুসলমান-খ্রিস্টান পরষ্পর আমরা ভাই ভাই।

এই দেশটা আমাদের সবার। স্বাধীন সার্বভৌম ভূখণ্ডের অধিবাসী হিসেবে আমাদের সকলের সমান অধিকার।
দেশের স্বার্থে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক হয়ে লড়াই সংগ্রাম করেছি। ১৯৭১ সালে বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। ২৪ এর গণঅভ্যুত্থানেও আমরা একসঙ্গে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটিয়েছি। আগামীদিনেও একটি বৈষম্যহীন, সুন্দর বাংলাদেশ গড়তে সবাই ঐক্যবদ্ধ থাকবো।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে বোয়ালখালী উপজেলার ১০ নম্বর আহল্লা-কড়লডেঙ্গা ইউনিয়নের পল্লী মঙ্গল যুব সমিতি উত্তর কড়লডেঙ্গা ও পূর্ব আমুচিয়া শাখার উদ্যোগে সর্বজনীন বাসন্তী পূজা উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ জানিয়ে মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান বলেন, প্রতিটি ধর্মের মূল শিক্ষা হলো শান্তি। পতিত আওয়ামী লীগের রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি। তারা যুগে যুগে এদেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করেছে। ধর্মকে পুঁজি করে তারা রাজনৈতিক ফায়সা হাসিলের অপচেষ্টা করতো। ক্ষমতা হারিয়ে তারা এখনও ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করে দেশে অশান্তি আর নৈরাজ্য সৃষ্টি করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এব্যাপারে আমাদের সতর্ক ও সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সদস্য সচিব হামিদুল হক মান্নান, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব বিশ্বজিৎ দত্ত বাবু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুইয়া, আহল্লা-কড়লডেঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন, জসিম উদ্দিন মেম্বার, সোলাইমান তালুকদার ও আবুল বশর চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।