ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবিতে স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবিতে স্মারকলিপি ...

চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্ঠা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে স্মারকলিপি দিয়েছেন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন বাস্তবায়ন পরিষদ।  

শুক্রবার (১১ এপ্রিল) রাতে নগরের সিআরবি রেল ভবনে উপদেষ্টার হাতে এ স্মারকলিপি তুলে দেওয়া হয়।

এ সময় উপদেষ্টা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত ব্যাপারে আশ্বস্ত করেন ও দ্রুত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কিছু অংশ সংস্কার করা হবে জানান।

স্মারকলিপি প্রদানের সময় চট্টগ্রাম দক্ষিণ জেলার বাসিন্দা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন বাস্তবায়ন পরিষদের সংগঠক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) প্রচার-প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম, সিইউজে টিভি ইউনিটের প্রধান ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন বাস্তবায়ন পরিষদের সংগঠক তৌহিদুল আলম, ছয় লেন বাস্তবায়ন পরিষদের সংগঠক মিজানুর রহমান, শফিকুল আলম, মুজিবুল হক, কে মাহমুদ ফয়সাল ও গিয়াস উদ্দীন।

 

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।