ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লাহোর উইম্যান চেম্বার সভাপতি চট্টগ্রামে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৭, এপ্রিল ৩০, ২০২৫
লাহোর উইম্যান চেম্বার সভাপতি চট্টগ্রামে ...

চট্টগ্রাম: চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (সিডব্লিউসিসিআই) সভাপতি আবিদা সুলতানার সঙ্গে পাকিস্তানের লাহোর উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি সাহেলা জাভেদ আকরাম সৌজন্য সাক্ষাৎ করেছেন।  

বুধবার (৩০ এপ্রিল) বিকেল চারটায় সিডব্লিউসিসিআই কার্যালয়ে অতিথিকে স্বাগত জানান।

 

আবিদা সুলতানা বলেন, চিটাগাং উইম্যান চেম্বার চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ, পরামর্শসেবা, নারী উদ্যোক্তাদের জন্য দেশি ও আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন, দক্ষতা উন্নয়ন এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করে আসছে।  

তিনি আশা করেন, এই সাক্ষাৎ দুই দেশের নারী উদ্যোক্তাদের মাঝে পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক বিনিময়ের নতুন দ্বার উন্মোচন করবে।

তিনি আগামী এসএমই এক্সপোতে লাহোর উইম্যান চেম্বারকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।  

সাহেলা জাভেদ আকরাম বলেন, নারীরা কাজ করলেও তাদের যথাযথ স্বীকৃতি ও মূল্যায়ন অনেক ক্ষেত্রেই অনুপস্থিত। ব্যবসায়িক ক্ষেত্রে নারীদের প্রবেশের সুযোগ সীমিত হওয়ায় নারীদের ব্যবসায়িক উন্নয়নের জন্য পরিবেশবান্ধব ও টেকসই ব্যবসায়িক অনুশীলন প্রচার, আন্তর্জাতিক বাণিজ্যে প্রবেশের সুযোগ এবং স্থানীয় ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে পাকিস্তানের উইম্যান চেম্বার। এরই প্রেক্ষাপটে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং ব্যবসায়িক অগ্রগতির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।  

উপস্থিত ছিলেন সিডব্লিউসিসিআইর সহ সভাপতি নিশাত ইমরান ও শামীম মোর্শেদ, পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি, বেবী হাসান, নাসরিন সুলতানা চৌধুরী, চৌধুরী জুবাইরা সাকী জিপসী ও রাহানুমা মরিয়ম তুলি।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৫
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।