ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে আগুনে পুড়লো দুই ঘর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫০, মে ১, ২০২৫
বোয়ালখালীতে আগুনে পুড়লো দুই ঘর ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে দুই বসতঘর।  

বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামের আবদুস সালাম মেম্বার বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

 

আগুনে রিকশাচালক মো.কাশেম ও রেহেনা আক্তারের টিনশেড এবং বাঁশের বেড়া দিয়ে তৈরি কাঁচা বসতঘর পুড়ে গেছে।  

স্থানীয়রা জানান, মধ্যরাতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ায় পরিবারের সদস্যরা প্রাণ নিয়ে ঘর থেকে বের হতে পেরেছে।

আগুনে পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফিরোজ খান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নির্ধারণ করা যায়নি।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, মে ০১, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।