ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছি: চসিক মেয়র

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৭, জুলাই ১, ২০২৫
চট্টগ্রামের গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছি: চসিক মেয়র

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন মেট্রো সার্ভিস লিমিটেডের নতুন কমিটির নেতারা।

সোমবার (৩০ জুন) সকালে নগরের টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে সংগঠনের নেতারা চসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় মেয়র নগরের গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে তাঁদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

চসিক মেয়র বলেন, চট্টগ্রামের গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে আমরা কাজ করছি।

এক্ষেত্রে নবগঠিত এই সংগঠনের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আশা করি সকলে মিলে চট্টগ্রামের পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করতে পারব।

সংগঠনের চেয়ারম্যান ইদ্রিস আলী বলেন, চট্টগ্রাম নগর মেট্রো সার্ভিস লিমিটেড গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যাত্রীদের উন্নত সেবা প্রদানে বদ্ধপরিকর। আশা করি মেয়রের নেতৃত্বে চট্টগ্রাম একটি আধুনিক ও যানজটমুক্ত নগরী হিসেবে গড়ে উঠবে এবং আমরা এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর মেট্রো সার্ভিস লিমিটেডের ভাইস চেয়ারম্যান জাফর ইকবাল, ম্যানেজিং ডিরেক্টর আবদুল কাইয়ুম চৌধুরী, পরিচালক মো. হেলাল, পরিচালক (মার্কেটিং) মো. ফয়সাল, পরিচালক মুসলেম কবির, পরিচালক দিদারুল আলম, নূর নবী, সুমেল বড়ুয়া ও সদস্য মো. জহির, মো. রিপন, মো. জাবেদ প্রমুখ।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।