চট্টগ্রাম: চট্টগ্রামে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম ‘রিউমারব্রেকার’ (RumorBreaker) এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ।
রোববার (২৯ জুন) দুপুরে বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স রুমে প্লাটফর্মটির মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. আ এ এফ এম আওরঙ্গজেব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ড. এস এম শোয়েভ, বিবিএ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরওয়ার উদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার, বিবিএ ডিপার্টমেন্টের প্রভাষক নওরীন আফরিন, সাংবাদিকতা বিভাগের প্রভাষক সরওয়ার কামাল, প্রভাষকনঈম উদ্দিন, তাসনুভা তাহসীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
‘রিউমারব্রেকার’ প্লাটফর্মটি মূলত সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত হবে। এতে ব্যবহার করা হবে তথ্য যাচাইয়ের বিভিন্ন কৌশল, সোশ্যাল মিডিয়া অ্যানালাইসিস এবং ডেটা ভিত্তিক ভিজ্যুয়াল ফ্যাক্টচেকিং পদ্ধতি।
এসময় উপাচার্য বলেন, আমরা এমন এক সময় পার করছি, যেখানে সত্য ও মিথ্যার মাঝখানে বিভেদরেখা প্রতিদিনই ঝাপসা হয়ে যাচ্ছে। প্রযুক্তির অগ্রগতি যেমন আমাদের হাতে দিয়েছে তথ্যের অবারিত সম্ভার, তেমনি একই প্রযুক্তির অপব্যবহারে সমাজে বাড়ছে গুজব, ভুয়া সংবাদ ও তথ্য বিকৃতি। এই প্রেক্ষাপটে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের ‘রিউমারব্রেকার’নামক ফ্যাক্টচেকিং প্লাটফর্ম গড়ে তোলার উদ্যোগ সময়ের দাবিরই প্রতিফলন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা কেবল একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ থাকবে না; তারা দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবে, যারা তথ্য যাচাইয়ের মাধ্যমে সমাজকে বিভ্রান্তিমুক্ত রাখতে কার্যকর ভূমিকা রাখবে। একজন সাংবাদিক যখন তথ্য যাচাই করে সত্য তুলে ধরে, তখন তিনি কেবল সংবাদ দেয় না—সে সমাজকে সচেতন করে, বিভ্রান্তি থেকে রক্ষা করে এবং গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় এমন শিক্ষাবান্ধব, চিন্তাশীল ও সমাজমুখী উদ্যোগের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
রেজিস্ট্রার ড. এস এম শোয়েভ বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার। বিশেষ করে ডিজিটাল মাধ্যমে গুজব, ভুয়া সংবাদ ও অপপ্রচার মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে। এই বাস্তবতায় শিক্ষার্থীদের উদ্যোগে একটি ফ্যাক্টচেকিং প্লাটফর্ম চালু হওয়া নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। আমি বিশেষভাবে গর্বিত যে, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথমবারের মতো এমন একটি গবেষণাভিত্তিক এবং সমাজ সচেতন প্লাটফর্ম চালু করতে পেরেছে। এখান থেকে শিক্ষার্থীরা তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল, সোর্স অ্যানালাইসিস, সোশ্যাল মিডিয়া মনিটরিং ও ডিজিটাল ফ্যাক্টচেকিংয়ের প্রাথমিক অনুশীলন করতে পারবে যা তাদের ভবিষ্যৎ সাংবাদিকতা ক্যারিয়ারে অমূল্য সহায়ক হবে।
অনুষ্ঠান শেষে রিউমারব্রেকারের কার্যক্রম, কাঠামো ও লক্ষ্য নিয়ে সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী সাফায়েত হোসেন।
পিডি/টিসি